‘অদম্য’ রুশ ক্ষেপণাস্ত্র যেকোনো জায়গায় হামলায় সক্ষম
নতুন একটি অপরাজেয় নিউক্লিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করার দাবি করছে রাশিয়া।
বার্তা সংস্থা এপি জানায়, ক্ষেপণাস্ত্রটি বিশ্বের যেকোনো জায়গায় পৌঁছাতে সক্ষম বলে বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে এ ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সে সময় একটি ভিডিওর মাধ্যমে রাশিয়ার তৈরি করা ‘সারমাত’ নামে নতুন ক্ষেপণাস্ত্র এবং পানির তলদেশ দিয়ে চলাচলে সক্ষমতাসম্পন্ন একটি ড্রোন প্রদর্শন করেন পুতিন।
রুশ প্রেসিডেন্টের দাবি, নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা কঠিন। এটি অসীম পাল্লার এবং দুর্ভেদ্য ও অদম্য।
চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হতে আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন পুতিন। নির্বাচনের ১৭ দিন আগে দেওয়া বার্ষিক ভাষণে আগামী ছয় বছরের মধ্যে দেশের দারিদ্র্যের হার অর্ধেকে কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেন পুতিন।