সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের খোরশেদ আলম (৩০) এবং একই উপজেলার ঢালিরঘাট গ্রামের মালেক হাওলাদার (৪০)। দুজনেই সৌদি আরবে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের স্থানীয় সময় আজ সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দুর্ঘটনার পর সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সৌদি আরবে আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল নিহতদের মরদেহ দেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।