ফ্রান্সে ট্রেনে গুলি, বন্দুকধারী আটক
ফ্রান্সের একটি যাত্রীবাহী ট্রেনে এক ব্যক্তির গুলিতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে আমস্টার্ডাম থেকে প্যারিসে যাওয়ার পথে দ্রুতগতির ট্রেন থ্যালিসে এ হামলার ঘটনা ঘটে। ব্যাপক অস্ত্রেশস্ত্রে সজ্জিত এক ব্যক্তি ফ্রান্সের উত্তরাঞ্চলের অ্যারাসের কাছে এ হামলা চালায়।
বিবিসি জানিয়েছে, গুলিবর্ষণের মধ্যেই বন্দুকধারীকে ধরে ফেলেন ট্রেনটির যাত্রী যুক্তরাষ্ট্রের দুই নাগরিক। পরে অ্যারাস স্টেশনে ট্রেনটি থামলে বন্দুকধারীকে আটক করা হয়।
বন্দুকধারীকে আটকে সহায়তা করা গুরুতর আহত ব্যক্তি যুক্তরাষ্ট্র মেরিনের সদস্য। ট্রেনের টয়লেটে বন্দুকধারীর আগ্নেয়াস্ত্র লোড করার শব্দ শুনতে পেয়েছিলেন তাঁরা। পরে বন্দুকধারী টয়লেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার দিকে ঝাঁপিয়ে পড়েন দুজন।
যুক্তরাষ্ট্রের ওই নাগরিকদের প্রশংসা করেছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আটকে সাহায্য করা আহত দুই মার্কিন সেনাকে পুরস্কৃতও করেছে ফ্রান্স। মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সূত্রে বিবিসি জানায়, এ ঘটনায় মেরিন সদস্যদের দুজনেই আহত হয়েছেন। এঁদের মধ্যে একজন গুলিতে গুরুতরভাবে আহত হয়েছেন, অপরজন ছুরির আঘাতে আহত হয়েছেন। আহত অপর যাত্রী ফরাসি অভিনেতা জ্যঁ হুগুয়েস অ্যাংলাদ। তিনি ট্রেনের বিপদসংকেত বাইরে থেকে যেন শোনা যায়, সে উদ্দেশ্যে জানালার কাচ ভাঙতে গিয়ে আহত হন।
এদিকে ছুটিতে থাকা দুই মার্কিন সামরিক বাহিনীর সদস্যের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, হামলাকারীকে আটক করায় বারাক ওবামা মার্কিন যাত্রীদের সাহসিকতার প্রশংসা করেছেন। এর ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে অনেক যাত্রী হয়তো প্রাণে বেঁচে গেল।
আটক হওয়া বন্দুকধারী ২৬ বছর বয়সী মরক্কোর নাগরিক। তার কাছে একটি কালাশনিকভ রাইফেল (একে-৪৭), ছুরি, স্বয়ংক্রিয় পিস্তল ও গুলি পাওয়া যায়।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড ক্যাজেনেভ জানিয়েছেন, দেশটির সন্ত্রাসবিরোধী আইন কর্মকর্তা ঘটনাটি তদন্ত করছেন। তবে এখনো বন্দুকধারীর উদ্দেশ্য জানা যায়নি।