‘ভুল দিক দিয়ে নামছিল বিমানটি’
ভুল দিক দিয়ে বিমানবন্দরে নামার চেষ্টা করছিল বিমানটি। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সঞ্জিব গৌতম এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিমান।
বাংলাদেশ ছেড়ে যাওয়া বিমানটি দুপুর আড়াইটার দিকে অবতরণের সময় বিধ্বস্ত হয়।
সঞ্জিব গৌতম কাঠমান্ডু পোস্টকে জানান, বিমানটি যখন রানওয়েতে নামার চেষ্টা করছিল তখন তা নিয়ন্ত্রণের বাইরে ছিল। সঞ্জিব গৌতম বলেন, ‘রানওয়ের দক্ষিণ দিক বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। কিন্তু বিমানটি নামছিল রানওয়ের উত্তর দিক থেকে।’ তিনি আরো বলেন, ‘এই অস্বাভাবিক অবরতরণের কারণ কী তা আমরা এখনো জানি না।’
সঞ্জিব গৌতম জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
বিমানটিতে ৭১ জন আরোহী ছিল। এদের মধ্যে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় বিমানটির এক পাশে কাত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের একটি ফুটবল মাঠে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।
ত্রিভুবন বিমানবন্দর এবং নেপালের সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।