পুতিনের কাছে পাত্তাই পাননি প্রতিদ্বন্দ্বীরা
আবারও ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন।
গতকাল রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে জানা যায়, প্রতিদ্বন্দ্বীদের সহজেই হারিয়ে এ দফায় ৭৬ শতাংশ ভোট পেয়েছেন পুতিন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাতজন। যদিও তাঁদের কেউই ৮ শতাংশের বেশি ভোট পাননি।
‘শক্তিমান প্রেসিডেন্ট, শক্তিশালী রাশিয়া’ স্লোগানে এবার নির্বাচনে অংশ নেন পুতিন। তবে তিনি কোনো টিভি বিতর্কে অংশ নেননি।
এদিকে, জয়লাভের পর এবারের মেয়াদ শেষ হলে আবারও ক্ষমতায় থাকতে চান কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, একশ’ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই তাঁর।
এ জয়ের মাধ্যমে সোভিয়েত আমলের কমিউনিস্ট নেতা জোসেফ স্ট্যালিনের পর দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাশিয়ান প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন।