ভূমধ্যসাগরে মিলল দুই হাজার স্বর্ণমুদ্রা
ভূমধ্যসাগরে ইসরায়েলের সীমানার মধ্যে প্রায় দুই হাজার প্রাচীন স্বর্ণমুদ্রা খুঁজে পেয়েছেন ডুবুরিরা। স্বর্ণমুদ্রাগুলো ফাতেমি খিলাফত আমলের (৯০৯-১১৭১ খ্রিস্টাব্দ)। ফাতেমি খলিফারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা শাসন করতেন। অর্থাৎ স্বর্ণমুদ্রাগুলো প্রায় এক হাজার বছরের পুরোনো।
ইসরায়েলের পুরাতত্ত্ব বিভাগ গত মঙ্গলবার জানিয়েছে, সমুদ্রতীরবর্তী শহর সিসারিয়ার কাছের সমুদ্রে স্বর্ণমুদ্রাগুলো পাওয়া যায়। দুই হাজার স্বর্ণমুদ্রার ওজন প্রায় দুই কেজি। ইসরায়েলের সমুদ্রসীমায় পাওয়া এটিই সবচেয়ে বেশি পরিমাণ স্বর্ণমুদ্রা। তবে দামের হিসাব করলে বলতে হবে এটি অমূল্য।
ইসরায়েল কর্তৃপক্ষ জানায়, কয়েকজন শখের ডুবুরি প্রথমে স্বর্ণমুদ্রাগুলোর খোঁজ পান। তাঁরা এগুলোকে বাচ্চাদের খেলনা মনে করেছিলেন। পর তাঁরা ভুল বুঝতে পারেন। ডুবুরিয়া কয়েকটি স্বর্ণমুদ্রা নিয়ে আসেন এবং কর্তৃপক্ষকে এ বিষয়ে জানান।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, খবর পাওয়ার পর ইসরায়েলের সরকারের পক্ষ থেকে সাগরে ডুবুরি নামিয়ে স্বর্ণমুদ্রাগুলো উদ্ধার করা হয়।
ইসরায়েলের সমুদ্রের পুরাতত্ত্ব বিশেষজ্ঞ কবি শারভিট বলেন, স্বর্ণমুদ্রাগুলো নিয়ে বিশদ গবেষণা চলছে। আশা করা হচ্ছে, এর ফলে মুদ্রাগুলোর উৎস সম্পর্কে আরো ভালোভাবে জানা যাবে।
কবি শারভিট আরো বলেন, তিনি মনে করেন, স্বর্ণমুদ্রাগুলো যেখানে পাওয়া গেছে, সেখানে জাহাজডুবি ঘটেছিল। আর জাহাজটি ছিল তৎকালীন মিসরভিত্তিক কেন্দ্রীয় সরকারের করবিষয়ক। তবে স্বর্ণমুদ্রাগুলো মিসরের নিরাপত্তা বাহিনীর বেতনের জন্যও হতে পারে।