রাশিয়ার শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ৩৭
রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের একটি শপিংমলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি ঘটেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন ৬৯ জন মানুষ। যাদের মধ্যে ৪০ শিশু রয়েছে বলে জানা গেছে। এতে আহত হয়েছে অন্তত ৪৩ জন।
স্থানীয় সময় রোববার বিকেলের দিকে সাইবেরিয়ার 'কেমেরোভো' শহরের 'উইন্টার চেরি' নামে বহুতল শপিংমলটির ওপর তলা থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় বেশিরভাগ হতাহত একই তলায় অবস্থিত সিনেমা হলের ভেতরে অবস্থান করছিল।
তবে, কী কারণে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে শপিংমল কর্তৃপক্ষ।