উত্তেজনা কমাতে সম্মত দুই কোরিয়া
উত্তেজনা কমানোর চুক্তির অংশ হিসেবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচার-প্রচারণা বন্ধ করেছে দক্ষিণ কোরিয়া। এত দিন সীমান্ত এলাকায় লাউডস্পিকারে উত্তরের বিরুদ্ধে প্রচারণা চালাত দক্ষিণ।
urgentPhoto
চলতি মাসের শুরুতে সীমান্তে ভূমিমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুই সেনা আহত হন। সর্বশেষ গত বৃহস্পতিবার দুই কোরিয়ার মধ্যে গোলাগুলির পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় উত্তর কোরিয়া প্রাথমিকভাবে মাইন পুঁতে রাখার বিষয়টি অস্বীকার করলেও পরে তারা এ জন্য ‘অনুতপ্ত’ বলে জানায়। এর পর দুই পক্ষ চুক্তিতে পৌঁছায়।
দক্ষিণের প্রেসিডেন্ট পার্ক গিউন-হায়ে বলেন, ‘এই চুক্তির ফলে পারস্পরিক বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে আন্তকোরিয়া ইস্যুগুলোর সমাধানের উপলক্ষ সৃষ্টি হলো।’
বিবিসি জানায়, দুই কোরিয়ার অসামরিক অঞ্চলের ভেতরে পানমুনজমের ‘অস্ত্রবিরতি গ্রামে’ দীর্ঘ আলোচনার পর স্থানীয় সময় সোমবার গভীর রাতে চুক্তিতে সম্মত হয় দুই পক্ষ।
উত্তর কোরিয়া ‘যুদ্ধাবস্থা’র অবসান ঘটাতে সম্মত হয়েছে। সীমান্তে মোতায়েন করা সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে। চুক্তি অনুযায়ী মঙ্গলবার গ্রিনিচ সময় বিকেল ৩টা থেকে প্রচারণা বন্ধ করার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার।
একই সঙ্গে কোরিয়া ভাগের পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্মিলনে কাজ করতেও সম্মত হয়েছে উভয় পক্ষ।