পূর্ব ঘৌতার গ্যাস হামলায় নিহত ৭০
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার 'দুমায়' বিষাক্ত গ্যাস হামলায় কমপক্ষে ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে।
বিদ্রোহী অধ্যুষিত পূর্ব ঘৌতার সর্বশেষ এ শহরে এই হামলায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
বিবিসি জানায়, স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোয়াইট হেলমেটস’ তাদের টুইট বার্তায় এ খবর জানিয়েছে। তারা আরো জানায়, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
তবে এ খবরকে বিদ্রোহীদের ‘জালিয়াতি’ বলে উল্লেখ করেছে আসাদ সরকার।
আর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, পুরো ঘটনা খতিয়ে দেখছে তারা। ঘটনা সত্য প্রমাণিত হলে সিরিয়ার সরকারকে সাহায্যকারী রাশিয়ার সেনাবাহিনীও এ জন্য দায়ী থাকবে।
এর আগে গত বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখুন শহরেও একই ধরনের রাসায়নিক হামলার অভিযোগ উঠেছিল আসাদ সরকারের বিরুদ্ধে। ওই হামলায় ১০ শিশুসহ অন্তত ৭০ জন নিহতের খবর দিয়েছিল ‘হোয়াইট হেলমেটস’।
সেবারও বাশার সরকার এ ধরনের হামলার কথা অস্বীকার করেছিল।