কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬
কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে চালকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে দেশটির কুইবেক প্রদেশে যাত্রীবাহী একটি সি-প্লেন বিধ্বস্ত হলে যাত্রীদের সবাই নিহত হন। নিহতদের মধ্যে চার ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।
বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত করে জানায়নি দেশটির কর্তৃপক্ষ। তবে কানাডার বিমান কর্তৃপক্ষের সূত্রে রয়টার্স জানায়, কুইবেকের রাজধানী কুইবেক সিটি থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত তাদোসাক এলাকা থেকে ছেড়ে যাওয়ার ২০ মিনিট পরই বিধ্বস্ত হয় বিমানটি।
এখনো দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও খারাপ আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে কানাডা কর্তৃপক্ষ।
তবে বিমানটি কুইবেকের উত্তরাঞ্চলের দুর্গম এলাকা লা বার্গারনসে বিধ্বস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানায় উদ্ধারকারী দল।