‘পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত উত্তর কোরিয়া’
পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আসন্ন বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
দুই দেশের কর্মকর্তারা জানান, দেশের বাইরে তাঁদের এ বিষয়ে বহু আলোচনা হয়েছে। যদিও পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আগেই দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করেছে উত্তর কোরিয়া। এবার সরাসরি আশ্বস্ত করল যুক্তরাষ্ট্রকে।
আগামী মে মাসে বহুল প্রত্যাশিত এই বৈঠকের সামগ্রিক প্রস্তুতির বিষয়টি গোপনীয়ভাবে সম্পন্ন করা হচ্ছে। দুই নেতার এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো নিশ্চিত নয়।
তবে মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া এই সম্মেলনের আয়োজন পিয়ংইয়ংয়েই করতে চায়। আবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে বৈঠকটি হতে পারে, এমন খবরও শোনা যাচ্ছে।