এক দশক পর বৈঠকে দুই কোরিয়া
এক দশকের বেশি সময় পর বৈঠকে বসতে চলেছেন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রধান নেতা।
আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
দুই দেশের সীমান্তসংলগ্ন 'পানমুনজম'-এর 'পিস হাউসে' এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার মুখপাত্র।
একই দিনে মধ্যাহ্নভোজের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুই দেশের সীমান্তরেখায় সৌহার্দ্য ও সম্প্রীতির স্মারক হিসেবে পাইনগাছের চারা রোপণ করবেন তাঁরা।
বৈঠকে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করবেন দুই নেতা।