তৃতীয় শীর্ষ পরমাণু শক্তিধর দেশ হওয়ার পথে পাকিস্তান!
আগামী এক দশকে পরমাণু অস্ত্রসম্ভার মজুদের ক্ষেত্রে বিশ্বে তৃতীয় স্থানে উঠে আসতে পারে পাকিস্তান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবির বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের ভাণ্ডার আর না বাড়াতে পাকিস্তানসহ পরমাণু শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, অস্ত্র তৈরির ক্ষেত্রে পাকিস্তানের উৎপাদনক্ষমতা ভারতের তুলনায় প্রায় চারগুণ। সে জন্য আগামী ১০ বছরে পাকিস্তানের হাতে ভারতের দ্বিগুণ অস্ত্র থাকতে পারে। শুধু তাই নয়, এ বিষয়ে ইংল্যান্ড, চীন এবং ফ্রান্সকেও ছাপিয়ে যেতে পারে তারা।
এ ছাড়া আগামী এক দশকে পাকিস্তানের হাতে থাকবে ৩৫০টিরও বেশি পরমাণু অস্ত্র। ফলে অস্ত্রসম্ভার মজুদের ক্ষেত্রে বিশ্বে আমেরিকা ও রাশিয়ার পর তৃতীয় স্থানে উঠে আসতে পারে পাকিস্তান।
এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে সেন্টার অ্যান্ড কারননেজ এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর দুই গবেষক টম ডালটন ও মিখায়েল ক্রেপোনের ৪৮ পাতার একটি প্রতিবেদনেরও বরাত দিয়েছেন। ওই দুই গবেষক জানান, পরীক্ষামূলক বিস্ফোরণের পর আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ন্যূনতম অস্ত্র মজুদের আশ্বাস পাকিস্তান দিয়েছিল। কিন্তু বাস্তবে তাদের পরমাণু অস্ত্রসম্ভার সেই আশ্বাসকে ছাপিয়ে গিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী ভারতকে বিপদ হিসেবে মনে করে পাকিস্তান ভবিষ্যতের কথা মাথায় রেখে অস্ত্রসম্ভার বাড়িয়ে যাচ্ছে।