আল-জাজিরার তিন সাংবাদিককে কারাদণ্ড
‘ভুয়া সংবাদ প্রচার ও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা’ করার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তিন সাংবাদিককে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন মিসরের রাজধানী কায়রোর একটি আদালত।
সাজাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন মিসরের বাহের মোহাম্মদ, মিসরীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক মোহাম্মদ ফাহমি ও মিসরীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক পিটার গ্রেস্ত।
রায় ঘোষণার সময় মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। অপর অভিযুক্ত অস্ট্রেলীয় সাংবাদিক পিটার গ্রেস্ত চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া চলে যান। তিন বছরের সাজা ছাড়াও মোহামেদ ফাহমিকে পরিত্যক্ত বুলেটের খাপ বহনের অভিযোগে বাড়তি ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর সাজাগ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় বিবিসি।
ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করার অভিযোগ তুলেছে মিসর। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন তাঁরা।
রায়ের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ায় অবস্থানকারী পিটার গ্রেস্ত এক টুইট বার্তায় বলেন, ‘আমি বিস্মিত, ক্রুদ্ধ ও বিমর্ষ। আমাদের বিরুদ্ধে ঘোষিত এ রায় আদালতের একটি ভুল সিদ্ধান্ত।’