গাজায় বিস্ফোরণে ছয় ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকার ডির আল-বালাহ এলাকায় বিস্ফোরণে ফিলিস্তিনের ছয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
আজ রোববার ফিলিস্তিনভিত্তিক সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল তা অস্বীকার করেছে।
ফিলিস্তিনের একটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের পত্রিকা হারিৎজ জানিয়েছে, হতাহতরা সবাই হামাসের সদস্য। একটি ভবনে বিস্ফোরক দ্রব্য রাখা ছিল, সেখান থেকেই এ ঘটনা ঘটে।
ইসরায়েল বলছে, জঙ্গিগোষ্ঠী হামাস গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে। হামলা চালানোর জন্য তারা ষড়যন্ত্র করছে।
গত শনিবার গ্যাস সরবরাহের পাইপলাইনে হামাস আগুন দেয় বলে অভিযোগ করে ইসরায়েল। এ ছাড়া যেসব জায়গা দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করা হয়, সেসব জায়গায় আগুন দেওয়ারও অভিযোগ পাওয়া যায়।
এরপর টিভির ফুটেজে দেখা যায়, উপকূলজুড়ে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। ইসরায়েলের এক মুখপাত্র বলেন, ‘আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্স) এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’