অভিবাসী সংকট মোকাবিলায় ইইউর জরুরি বৈঠক আহ্বান
ইউরোপে ক্রমবর্ধমান অভিবাসী সংকট মোকাবিলায় বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য মিলে স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রীদের নিয়ে ওই জরুরি বৈঠকের আহ্বান জানান।
ওই তিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে বলেন, ইইউভুক্ত দেশগুলোতে অভিবাসী সংকটের মাত্রা বিপজ্জনক পর্যায় অতিক্রম করেছে। এ অবস্থায় সংকট মোকাবিলায় বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বিশেষ বৈঠকের আয়োজনে লুক্সেমবার্গ প্রেসিডেন্সিকে আহ্বান জানিয়েছেন তাঁরা।