ফিলিস্তিন হত্যাকাণ্ডে চীন ও রাশিয়ার নিন্দা
পবিত্র জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলাকে কেন্দ্র করে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬১ ফিলিস্তিনিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন।
ফিলিস্তিনি হত্যাযজ্ঞের ঘটনায় গতকাল মঙ্গলবার কুয়েতের আনা প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন।
তা ছাড়া বৈঠকে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘের নীরবতার কড়া সমালোচনা জানায় ফ্রান্স। চলমান উত্তেজনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
নিরাপত্তা পরিষদের এ বৈঠকে বরাবরের মতোই গাজায় হত্যাযজ্ঞের ঘটনায় ইরান ও হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিই এ সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
অন্যদিকে, ১৯৪৮ সালের ১৫ মে লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিবাদে মঙ্গলবারও বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে ইসরায়েলের সেনাবাহিনী।