পালমিরায় আরো একটি মন্দির ধ্বংস করেছে
সিরিয়ায় অবস্থিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরায় আরো একটি মন্দির ধ্বংস করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এক সপ্তাহ আগে সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার বাল শামিনের পর এবার তারা অনিন্দ্য সুন্দর ওই মন্দির চত্বরের ‘বেল’ নামে পরিচিত আরেকটি মন্দিরের অংশবিশেষ উড়িয়ে দিয়েছে। আন্দোলনকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার বিবিসি অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোববার দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আইএসের বিস্ফোরণে বেল মন্দিরের গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস হয়েছে বলে মনে করা হচ্ছে। মোহাম্মদ হাসান আল হমসি নামের এক কর্মীর বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, আইএস তাদের নিজস্ব তৈরি বিস্ফোরক ওই মন্দিরে বসিয়ে এর অংশবিশেষ উড়িয়ে দিয়েছে। মন্দিরটি পালমিরাবাসী ও পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিচিত ছিল। তারা সেখানে উৎসব করত।
এদিকে আইএস মন্দির ধ্বংসের সাম্প্রতিক কোনো ছবিও প্রকাশ করেনি। উল্লেখ্য, ইরাক ও সিরিয়ার ব্যাপক এলাকা নিয়ন্ত্রণে নেওয়া আইএস চলতি বছরের মে মাসে পালমিরা দখল করে। তখনই বিশ্ব ঐতিহ্যের এই অংশকে আইএস জঙ্গিরা ধ্বংস করবে বলে আশঙ্কা দেখা দিয়েছিল।
এর আগে ইরাকে বেশ কয়েকটি প্রাচীন নিদর্শন ধ্বংস করেছে আইএস জঙ্গিরা। ইরাকের মসুল শহরে কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুন দিয়ে হাজার হাজার বই পুড়িয়ে দেয়। এ ছাড়া মসুলের কেন্দ্রীয় জাদুঘরের প্রাচীন শিল্পকর্ম ধ্বংস করে।
আধুনিক শহর পালমিরা স্থানীয়ভাবে তাদমুর হিসেবে পরিচিত। পালমিরা মানে তালগাছের শহর। রাজধানী দামেস্ক থেকে ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং পূর্বাঞ্চলীয় দেইর আল জাউর শহরের মধ্যবর্তী সড়কের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে এটি অবস্থিত। কাছেই মরুভূমির প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ রয়েছে যাকে ইউনেস্কো ও অন্যরা প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অঞ্চল হিসেবে বিবেচনা করে।