৬২ ফিলিস্তিনি নিহতের ঘটনায় তদন্ত দাবি আরব লিগের
পবিত্র জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৬২ ফিলিস্তিনি নিহতের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে আরব লিগ।
গতকাল বৃহস্পতিবার আরব দেশগুলোর সংস্থাটির সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে কায়রোতে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে এ আহ্বান জানান সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল গেইত।
গত ১৪ মে গাজা সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনী যে হামলা চালিয়েছে, তাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে উল্লেখ করেছেন আরব লিগ প্রধান। ইসরায়েলি হত্যাযজ্ঞের ঘটনায় বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করায় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করে আরব লিগ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরব লিগ কোনো ব্যবস্থা নেবে কি না, এ ব্যাপার বৈঠকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।