ইসরায়েলে খ্রিস্টান স্কুলে অনুদান বন্ধের হুমকি
ইসরায়েল ও পূর্ব জেরুজালেমে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য পরিচালিত স্কুলগুলোতে সরকারি অনুদান বন্ধের হুমকি দেওয়া হয়েছে। আর্থিক বিরোধের জের ধরে মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষ শুরুর ঠিক আগমুহূর্তে এই হুমকি দেওয়া হলো।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে বিবিসি জানায়, স্কুলগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কাস্টডি অব দ্য হোলিল্যান্ডের পরিচালক আবদেল মাসিহ ফাহিম খ্রিস্টান স্কুলে অনুদান বন্ধের হুমকি দেন। এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে গতকাল সোমবার তিনি বলেন, খ্রিস্টান পরিচালিত স্কুলগুলোর চাইতে অনেক কম অনুদান পাওয়া স্কুল ইসরায়েলে রয়েছে। এ ব্যবস্থা তারা মেনে না নিলে স্কুলগুলোতে অনুদান বন্ধ করে দেওয়া হবে।
সম্প্রতি সরকারি অনুদান বাড়ানোর জন্য দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য পরিচালিত স্কুলগুলো আন্দোলন করছিল। ইসরায়েল ও পূর্ব জেরুজালেমে ৪৫টি খ্রিস্টান স্কুলে প্রায় ৩৩ হাজার ছাত্র ও তিন হাজার শিক্ষক রয়েছেন।
স্বাধীনতার পর ইসরায়েল সরকারের শিক্ষানীতি অনুযায়ী স্কুলগুলো সরকারের কাছ থেকে ৬৫ শতাংশ করে অনুদান পেত। বাকিটা অভিভাবকরা দিয়ে থাকেন। কিন্তু দুই বছর আগে এ হার ৩৪ শতাংশে নামিয়ে আনা হয়। কিন্তু অন্যান্য স্কুলগুলোতে ৬৫ শতাংশ অনুদানই বহাল আছে। খ্রিস্টান পরিচালিত স্কুলগুলোর কর্তৃপক্ষ পূর্বের ৬৫ শতাংশ বাজেট তাদের দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে।