দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন মিসরের সিসি
আবদেল ফাত্তাহ আল-সিসি দ্বিতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এ সময় সহিংসতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
স্থানীয় সময় শনিবার সিসির শপথ নেওয়ার সময় আকাশে যুদ্ধবিমান উড়ে যায় এবং ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়।
গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে সিসি ৯৭ শতাংশ ভোট পেয়ে জয় পান। তবে মোট ভোটারের ৪১ শতাংশ মানুষ ভোট দেয়। বিরোধী দলের যিনি প্রার্থী ছিলেন, তিনিও সিসির সমর্থক হিসেবে পরিচিত।
সমর্থকরা বলছে, সিসি দেশে স্থিতিশীলতা এনেছেন। তবে বিরোধীরা বলছে, গ্রেপ্তারের মাধ্যমে তিনি গণতন্ত্রের কণ্ঠ রোধ করছেন।
পার্লামেন্টের দিকে সিসির গাড়িবহর নিয়ে যাওয়ার সময় বিমানবাহিনীর যুদ্ধবিমান থেকে আকাশে ধোঁয়া ছাড়া হয়, যা জাতীয় পতাকার রঙের।
শপথ নেওয়ার পর সিসি বলেন, তিনি মিসরবাসীর স্বার্থ রক্ষা হয় এমন একটি অবস্থা তৈরি করতে চান। যারা সহিংসতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বেছে নেয়, কেবল তারাই এর বাইরে থাকবে।
২০১৩ সালে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে ক্ষমতাচ্যুত করে সিসি ক্ষমতা নেন। মানবাধিকারকর্মীরা বলছেন, এর পর থেকে তিনি বিরোধী মতের ওপর নজিরবিহীন দমন-পীড়ন শুরু করেন। লাখো মানুষকে গ্রেপ্তার করেন।