ইউরোপীয় ইউনিয়ন ভাঙতে চান না পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে ভেঙে ফেলার কোনোরকম চেষ্টা করছে না রাশিয়া।’
অস্ট্রিয়া ভ্রমণের আগে আগে পুতিন এ মন্তব্য করলেন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো পশ্চিম ইউরোপের কোনো একটি দেশ ভ্রমণ করছেন ভ্লাদিমির পুতিন।
অস্ট্রিয়ার একটি গণমাধ্যমকে পুতিন জানান, তিনি চান সংঘবদ্ধ এবং উন্নত ইউরোপীয় ইউনিয়ন। এমন একটি ইউনিয়নই হবে সংযুক্ত রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদার।
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যত বেশি সমস্যা থাকবে, রাশিয়ার জন্য সেটা তত বেশি সমস্যার ও হুমকির বলে মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমরা একটা সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে চাই। কোনো কিছু বা কাউকে বিভক্ত করার মতো কোনো লক্ষ্য আমাদের একেবারেই নেই।’
আজ মঙ্গলবার অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভান দের বেলেন, চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ ও দেশটির ব্যবসায়িক নেতাদের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করবেন ভ্লাদিমির পুতিন।
২০১৪ সালে ক্রিমিয়ার অংশবিশষ দখল ও পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ায় রাশিয়ার ওপর নানারকম অবরোধ চাপিয়ে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার অংশ হিসেবে এসবও থাকবে বলে মনে করা হচ্ছে।