দ্রুত বাস্তব পদক্ষেপ নিন, ক্যামেরনকে টিউলিপ
ইউরোপের অভিবাসনপ্রত্যাশীদের সমস্যা সমাধানে দ্রুত বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির লেবার পার্টির সংসদ সদস্য রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।
মাধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশ থেকে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে মৃত্যুর মুখে পড়ছে, যা কখনো কখনো হৃদয়বিদারক ও অমানবিক ঘটনার জন্ম দিচ্ছে।
এ নিয়ে গোটা ইউরোপজুড়ে তুমুল সমালোচনার মধ্যেই ওয়েস্টমিনিস্টারের বিরোধী দলের সংসদ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ তাঁর দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে এক যৌথ চিঠিতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান। অন্য দুই সংসদ সদস্য হলেন কেয়ার স্টার্মার ও ক্যাথেরিন ওয়েস্ট।
চিঠিতে তিন লেবার সংসদ সদস্য চলমান সমস্যায় উদ্বেগ প্রকাশ করে এর সমাধান খুঁজে বের করার জন্য ব্রিটেনকে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ব্রিটেন যদি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে না পারে তাহলে সমস্যা আরো গভীর হবে উল্লেখ করে তারা বলেন, গোটা ইউরোপ আজ এ সমস্যায় ভুগছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ জরুরি।
কিন্তু এ অবস্থার পরিপ্রেক্ষিতে ব্রিটেনসহ ইউরোপের নেতাদের বর্তমান অবস্থার সমালোচনা করা হয় এ যৌথ চিঠিতে। তাঁরা বলেন, ইউরোপের প্রতিটি দেশের নেতৃত্বকে ‘সীমান্তরেখার’ বাইরে এসে একে আরো বিস্তৃতভাবে একটি ‘বৈশ্বিক ঘটনা’ হিসেবে বিবেচনায় নিতে হবে। কিন্তু ইউরাপ এ থেকে এখনো দূরে, উপরন্তু তারা নিজেদের ভাবনাই ভাবছে।
যুদ্ধের কারণে সিরিয়ার প্রায় ৪০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। তাদের পুনর্বাসন, আশ্রয় ও সহায়তার জন্য জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর কোটাভিত্তিক একটি কর্মসূচি হাতে নিয়েছে।
জাতিসংঘের এ কর্মসূচির সঙ্গে ব্রিটেনকে শরিক হওয়ারও আহ্বান জানান টিউলিপসহ দুই সংসদ সদস্য।