আবারও মা হচ্ছেন ব্রিটিশ রাজবধূ!
এই তো মাত্র কদিন আগেই দ্বিতীয় সন্তানের মা হয়েছিলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। গত মে মাসে দ্বিতীয় সন্তানের মা হওয়ার চার মাস না পেরুতেই শোনা যাচ্ছে তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি! ব্রিটিশ সাময়িকী মিররে আজ শনিবার এমন একটি খবরই প্রকাশিত হয়েছে।
খবরের উৎস জানানো হয়েছে কেটের ব্যক্তিগত চিকিৎসকের সহকারী। তবে তাঁর নাম উল্লেখ করেনি পত্রিকাটি। আর রাজপরিবার থেকেও এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। তবে এর আগে এক সাক্ষাৎকারে কেট মিডলটন জানিয়েছেন, বয়স ৪০ হওয়ার আগে অন্তত চার সন্তানের মা হতে চান তিনি।
২০১১ সালে রাজকীয় অনুষ্ঠান ও বিরাট ধুমধাম করে বিয়ে হয় প্রিন্সেস ডায়ানার প্রথম সন্তান প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের। বিয়ের ঠিক দুই বছর পর ২০১৩ সালের জুলাই মাসে কেটের কোল আলো করে আসে রাজপরিবারের নতুন সদস্য- প্রিন্স জর্জ। এর আরো প্রায় দুই বছর পর গত ২ মে রাজকন্যা শার্লটের জন্ম হয়। এরপর স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল এবার বোধহয় পরিপূর্ণতা পেল উইলিয়াম কেটের দাম্পত্যজীবন।
তবে পত্রিকাটির খবর ঠিক হলে ওই ধারণা পাল্টে যাবে বৈকি। কেটের ব্যক্তিগত চিকিৎসকের সহকারীর সূত্র উল্লেখ করে পত্রিকাটি বলেছে, ২০১৬ সালের এপ্রিল নাগাদ রাজপরিবারে আসতে পারে আরেক নতুন সদস্য। তবে পত্রিকাটির নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্র কতখানি সঠিক তা বলে দেবে সময়ই।