হর্স পাওয়ার নয়, গাড়ি চলবে বুল পাওয়ারে
গাড়ি বা যন্ত্রাংশ সম্পর্কে যারা জ্ঞান রাখেন তাঁদের সবারই জানা কথা প্রচলিত অর্থে গাড়ির গতি ও শক্তির পরিমাপ করা হয় ক্ষমতা পরিমাপের একক হর্স পাওয়ারে। সেই হর্স পাওয়ারের প্রচলিত ধারণাকে বদলে দিয়ে ফিনল্যান্ডের গাড়ি প্রস্তুতকারী সংস্থা টরোইডিয়ন জানিয়েছে এবার থেকে গাড়ির চলবে বুল পাওয়ারে।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে আভিজাত্য ও গতির সংজ্ঞা বদলে দিতে নতুন এই একক তৈরি করা হয়েছে। ৬৭০.৫ হর্স পাওয়ারকে বিবেচনা করা হচ্ছে এক বুল পাওয়ার হিসেবে। সে হিসেবে দুই বুল পাওয়ারের গাড়ি ওয়ান এমডাব্লিউ কনসেপ্ট কার আনছে টরোইডিয়ন। অবশ্য নতুন এই এককটিকে প্রতিষ্ঠানটির বিপণনের কৌশল হিসেবে বর্ণনা করেছেন গাড়ি বিশেষজ্ঞরা।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ১৩৪১ হর্স পাওয়ারের ওই গাড়িটি শূন্য থেকে ৪০০ কিলোমিটারের গতি তুলবে মাত্র ১১ সেকেন্ডে। বিদ্যুৎ চালিত এই গাড়িটির অতুলনীয় গতি ছাড়াও থাকছে অন্যান্য আকর্ষণীয় সুবিধাও।