লন্ডনে ইসলামবিদ্বেষী অপরাধ বাড়ছে
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইসলামবিদ্বেষী অপরাধের সংখ্যা বাড়ছে। দেশটির পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই পর্যন্ত ১২ মাসে এ ধরনের ৮১৬টি অপরাধ সংঘটিত হয়েছে। এর আগে ১২ মাসে ছিল ৪৭৮টি, অর্থাৎ ৭০ শতাংশ মুসলিমবিদ্বেষী অপরাধের ঘটনা বেড়েছে। এর মধ্যে পর্দা করা বা বোরকা পরা নারীরা সবচেয়ে বেশি অপরাধের শিকার।
এ ধরনের অপরাধ পর্যবেক্ষণকারী সংগঠন টেল মামা জানিয়েছে, মূলত নারীদের লক্ষ্য করা হয়। পর্দা করা নারীরা বেশি আগ্রাসী ঘটনার শিকার।
লন্ডনের পুলিশ ইসলামবিদ্বেষী অপরাধ বলতে বোঝায়, নিশ্চিত বা সম্ভাব্য মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ। অপরাধের মধ্যে আছে ইন্টারনেটে হুমকি-ধমকি, চরম সহিংসতা ইত্যাদি।
লন্ডনের দক্ষিণ-পশ্চিমে মেরটন এলাকায় সবচেয়ে বেশি ২৬৩ শতাংশ অপরাধ বেড়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের তথ্য অনুযায়ী, ওয়েস্টমিনস্টার বোরোতে ২০১৪-১৫ সালে ইসলামবিদ্বেষী ৫৪টি অপরাধ সংঘটিত হয়েছে।
টেল মামা জানিয়েছে, বেশির ভাগ (৬০ শতাংশ) অপরাধের শিকার নারীরা। সংগঠনটির পরিচালক ফিয়াজ মুঘল বলেন, ‘আমরা জেনেছি, যেসব নারী রাস্তায় হিজাব বা নিকাব পরে চলাফেরা করেন, তারা অপরাধের শিকার বেশি।’
বিবিসি জানিয়েছে, ইসলামবিদ্বেষী অপরাধের সংখ্যা বাড়তে থাকার ফলে বোঝা যাচ্ছে যে, প্রাত্যহিক জীবনে কিছু নারী পর্দার পেছনের বাস করছেন।
দাতব্য সংগঠনটি জানিয়েছে, অপরাধের শিকার নারীরা বেশির ভাগ ক্ষেত্রেই পুলিশকে এড়িয়ে চলে। কারণ তাদের ভয়, এতে করে পরিস্থিতি আরো খারাপ হবে।