দক্ষিণ আফ্রিকায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরের কাছে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে প্রিটোরিয়ার ওন্ডারবুম বিমানবন্দরের আট কিলোমিটার পূর্বে আবাসিক এলাকায় বিমানটি আছড়ে পড়ে। এতে আহত হয়েছেন আরো ২০ জন।
দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিধ্বস্ত বিমানটির ভেতর থেকে যাত্রীদের বের করে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা।