আশ্রয় নয়, সিরীয় শরণার্থীদের মসজিদ দেবে সৌদি আরব!
সিরিয়ার শরণার্থীদের ব্যাপারে অবশেষে মুখ খুলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম রাষ্ট্র সৌদি আরব। তবে শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য নয়। ইউরোপে বিশেষ করে জার্মানিতে আশ্রয়ে নেওয়া সিরীয় মুসলমানদের ধর্মচর্চার ব্যাপারে উদ্বিগ্ন সৌদি আরব। আর এ কারণে সেখানে অবস্থান করা মুসলমানদের জন্য ২০০টি মসজিদ নির্মাণ করে দিতে চায় সৌদি আরব।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আশ্রয় নিয়ে সিরিয়ার শরণার্থীরা দুর্ভোগে পড়লেও সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, আরব আমিরাতের মতো ধনী প্রতিবেশী রাষ্ট্র থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে সৌদি আরব।
জার্মানির ফ্রাংকফুর্টভিত্তিক সংবাদপত্র ‘ফ্রাংকফার্টার এলগিমেন জেইটাং’ সৌদি আরবের এ প্রস্তাবের কথা জানিয়েছে। লেবাননভিত্তিক সংবাদপত্র ‘আল দাইয়ার’-এর উদ্ধৃতি দিয়ে জার্মানির ওই পত্রিকা সংবাদটি দিয়েছে। ওই সংবাদে বলা হয়, প্রতি ১০০ শরণার্থীর জন্য একটি মসজিদ নির্মাণ করে দিতে চায় সৌদি আরব।
আরবভিত্তিক সংবাদপত্র আল হায়াত গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় পাঁচ লাখ সিরীয় সৌদি আরবে ঠাঁই পেয়েছে কিন্তু তা শরণার্থী হিসেবে নয়। এরা ওই দেশে চাকরি করে। কোনো সিরীয় শরণার্থী সৌদি আরবে আশ্রয় পায়নি।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল শরণার্থীদের এলাকা পরিদর্শন করে বলেছেন, ‘শিশুদের মাধ্যমে বোঝাপড়া গড়ে উঠছে। শিশুরা দ্রুতই জার্মান ভাষা শিখে নেবে। আশা করি এবং বিশ্বাস করি অধিকাংশ শরণার্থী দ্রুতই আমাদের ভাষা শিখে নেবে।’