ঈদে উট কোরবানিতে নিষেধাজ্ঞা
মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসের প্রকোপে সৌদি আরবে ঈদুল আজহায় উট কোরবানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সাল আল জাহরানির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মার্স ভাইরাসের কারণে হজে যাওয়া মানুষ ও সৌদি আরবের জনগণ এবারের ঈদে উট কোরবানি দিতে পারবেন না। এ জন্য সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আশ-শেইখ ঐতিহ্যগতভাবে উট কোরবানি দিয়ে অভ্যস্ত সৌদি জনগণের জন্য একটি ফতোয়া জারি করেছেন। ফতোয়ায় সৌদি জনগণ ও হাজিদের গরু, মেষ অথবা ভেড়া কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে।
সৌদি কৃষি মন্ত্রণালয় জানায়, দেশটিতে দুই লাখ ৩৩ হাজার উট রয়েছে, এর মধ্যে সাত হাজার ৭০০ মার্স ভাইরাসে আক্রান্ত। এ জন্য প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ রোধে নাগরিকদের উটের কাছাকাছি যাওয়ার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকার।
গালফ নিউজের খবরে বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া উটের কাছে না যাওয়া এবং গেলে পরে ভালোভাবে হাত ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০১২ সালে সৌদি আরবে প্রথম মার্স ভাইরাস শনাক্ত হয়। তার পর থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। মার্স ভাইরাসে ফুসফুসে প্রদাহ হয়। এর লক্ষণ হলো জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। অসুখটি হাঁচি বা কাশিতে ছড়াতে পারে।
চলতি মাসে সৌদি আরবে মার্স ভাইরাসের সংক্রমণে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। সৌদি আরবের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, হজ মৌসুম শুরু হয়ে যাওয়ায় বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, দেশটিতে মার্স ভাইরাস নিয়ে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে অন্তত এক হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে।