‘২৫ বছরের মধ্যেই ইসরায়েল আর থাকবে না’
আগামী ২৫ বছরের মধ্যেই ইসরায়েল আর থাকবে না। গত বুধবার ইমান খোমেনি মসজিদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন মন্তব্য করেছেন। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এই খবর জানিয়েছে।
আইআরএনএর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সমঝোতা নিয়ে কথা বলেন খামেনি। ওই সমঝোতা অনুযায়ী, ইরান তার ইউরোনিয়ামের মজুদ ও সেন্ট্রিফিউজ কমাবে। আর এর বিপরীতে পশ্চিমা বিশ্ব দেশটির ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেবে। আর আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ ইরানের পরমাণবিক স্থাপনাগুলো ঘুরে দেখার সুযোগ পাবে। ওই সমঝোতার জন্য ওবামা প্রশাসনকে সমালোচনার মুখে পড়তে হয়।
সিএনএন জানায়, ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সমঝোতা অনুযায়ী, আগামী ২৫ বছর ইরানের ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা থাকবে না। অনেকের দাবি, এরই মধ্যে ইরান আণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে।
বুধবার আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ীই আগামী ২৫ বছরে ইহুদি রাষ্ট্র বলে কিছু থাকবে না।
খামেনির বুধবারের বক্তব্যের বিষয়টি আলোচনায় এনে যুক্তরাজ্য সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের সমঝোতা নিয়ে আবার প্রশ্ন তোলেন। তাঁর দাবি, খামেনির কথায়ই ইরানের প্রকৃত উদ্দেশ্য বোঝা যায়। খামেনি এটি পরিষ্কারভাবেই বলেছেন, যুক্তরাষ্ট্রই হলো ‘সবচেয়ে বড় শয়তান’ এবং ইসরাইলকে ধ্বংস করতে চায় ইরান।
বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে বলেন, ইসরায়েল শক্তিশালী দেশ। এটি সব হুমকিকেই স্বাগত জানায়।