দুবাইয়ে ৭৯ তলা আবাসিক ভবনে আগুন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের অন্যতম শীর্ষ একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার স্থানীয় সময় ভোরে মারিনা এলাকার ৭৯ তলা ওই আবাসিক ভবনে আগুন লাগে। পরে আগ্নিনির্বাপক বাহিনী ও ভবনের নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আজ শনিবার ভোররাত ৩টার দিকে দুবাইয়ের মারিনা এলাকার এক হাজার ১০৫ ফুট উঁচু ৭৯ তলা আবাসিক ভবনের ওপরের দিকে আগুন লাগে। প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ছাই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগুন লাগার পর পরই ভবনের শখানেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন লাগার দেড় ঘণ্টার মধ্যেই অগ্নিনির্বাপণ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি।
৭৯ তলা ভবনে আগুন লাগার পর পরই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন জ্বলতে থাকা ভবনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওচিত্রে ভবনের ওপরের আগুনে গলে যাওয়া জানালার কাচ ও ভবনের কিছু কাঠামো খসে পড়তে দেখা যায়।
প্রতক্ষ্যদর্শী স্থানীয় বাসিন্দা রোলা বলেন, ৫০ তলা থেকে অগ্নিকাণ্ডের শুরু। দেড় ঘণ্টার আগুনে ভবনের ৬০ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। ওপরের দিকের অ্যাপার্টমেন্টগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার সময়কার অভিজ্ঞতা বর্ণনা করে কাছাকাছি অপর একটি উঁচু ভবনের বাসিন্দা ক্যাথরিন ডিকি বলেন, জানালা দিয়ে তিনি আগুন লাগা ভবনের বড় আকৃতির কাঠামো পড়ে যেতে দেখেন। রাস্তায় পড়ে যাওয়ার পরও ওই কাঠামোগুলোতে আগুন জ্বলছিল।
অগ্নিকাণ্ডের শিকার ভবনের বাসিন্দা যুক্তরাষ্ট্রের নাগরিক আরজে মরলক বার্তা সংস্থা এপিকে বলেন, আগুন দেখে খুবই ভয়াবহ মনে হয়েছিল। এত দ্রুত তা নিয়ন্তণে আসার বিষয়টি বিস্ময়কর।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া দুবাইয়ের ৭৯ তলা ভবনটি উদ্বোধন হয় ২০১১ সালে। ওই সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন। বর্তমানে এটি বিশ্বের সপ্তম শীর্ষ আবাসিক ভবন। আর বিশ্বের মধ্য এটি ৩২তম শীর্ষ ভবন।
ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট আছে। এর আটতলা পর্যন্ত আছে গাড়ি পার্কিংয়ের সুবিধা। ভবনটিতে অ্যাপার্টমেন্টের সর্বনিম্ন মূল্য পাঁচ লাখ মার্কিন ডলার (তিন কোটি ৮৯ লাখ ২৬ হাজার টাকা)।
এর আগে ২০১২ সালে এক অগ্নিকাণ্ডে দুবাইয়ের তামওয়েল টাওয়ার নামক একটি ৩৪ তলা ভবন পুড়ে যায়। পরে জানা যায়, সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের শুরু হয়েছিল।