‘পশ্চিমে আশ্রয় খোঁজা গুনাহর কাজ’
‘ইসলামের দেশ ছেড়ে পশ্চিমে আশ্রয় খোঁজা হবে গুনাহর কাজ। আর এই কাজ করলে তার পরিণতি হবে আয়লান কুর্দির মতো।’ গত বৃহস্পতিবার প্রকাশিত আইএসের ইংরেজি মুখপত্র ‘দাবিক’-এর সর্বশেষ সংখ্যায় আয়লানের ছবি প্রকাশ করে এমন ঘোষণাই দিয়েছে মধ্যপ্রাচ্যের ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শিরোনাম করা হয়েছে, ‘দারুল ইসলাম ছেড়ে যাওয়ার বিপদ।’
তুরস্কের সমুদ্রের ধারে উপুড় হয়ে পড়ে থাকা ছোট্ট শিশু আয়লানের মৃতদেহের ছবি নাড়িয়ে দিয়েছে সারা বিশ্বের বিবেক। এই সময় সেই মর্মান্তিক ছবি ব্যবহার করে এমন হুমকি দিল আইএস।
যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট পত্রিকা আইএসের লেখাগুলোর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। দাবিকের এক নিবন্ধে আইএস বলে, আয়লানের ছবিই দেখিয়ে দিয়েছে দারুল ইসলাম ছেড়ে যাওয়ার বিপদ। আর এই ছবি ব্যবহার করে উদ্বাস্তুদের উদ্দেশে কড়া বার্তা দিতে চায় আইএস।
দাবিকে প্রকাশিত অন্যান্য নিবন্ধে বরাবরের মতোই আছে আইএসের স্বঘোষিত খেলাফত রাজ্যে সিরিয়া ও ইরাকের অবস্থান চিহ্নিত করে বিজ্ঞাপন। এবারের বিজ্ঞাপনে ওই দুই দেশের পাশাপাশি লিবিয়া ও ইরানের কিছু অংশে আইএসের সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা দেখানো হয়েছে।
নিবন্ধে লেখা আছে, দুঃখজনকভাবে কিছু সিরীয় ও লিবিয়াবাসী নিজেদের সন্তানদের জীবনে অনিশ্চয়তা, বিপদ ডেকে আনছে। নিজের দেশ, মাটি ছেড়ে বিধর্মীদের দেশে যাওয়ার আশায় নিজের ও পরিবারের জীবন বিপন্ন আর গুনাহর কাজ করছে।