রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৮
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ যাত্রী নিহত হয়েছেন।
রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে গণমাধ্যম আরটি জানিয়েছে, আজ শনিবার সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি সাইবেরিয়া অঞ্চলের ক্রাশনুইয়ার্স্কে বিধ্বস্ত হয়।
রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এমআই-৮ হেলিকপ্টারটিতে ১৫ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন।
এটি ইউটায়ার এয়ারলাইনসের হেলিকপ্টার।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে আর কিছু জানাতে পারেনি রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা বিভাগ।