আল-কায়েদার সঙ্গে আইএসের বিরোধ
নতুন এক বার্তায় জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি অপর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের নেতা আবু বাকের আল-বাগদাদিকে একটি অবৈধ খিলাফতের নকল নেতা বলে অভিহিত করেছেন। ওই বার্তার মাধ্যমেই দুটি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিরোধ স্পষ্ট বোঝা যায় বলে দাবি করেছে সিএনএন।
গত বুধবার ইন্টারনেটে প্রকাশিত জাওয়াহিরির বার্তায় বলা হয়, ‘আইএসের খিলাফতকে আমরা স্বীকৃতি দিইনি। আবু বাকের আল-বাগদাদি খলিফা হওয়ার যোগ্য নন।
জাওয়াহিরির বার্তায় বাগদাদিকে ভণ্ড দাবি করে বলা হয়, তিনি নিজেকে খলিফা ঘোষণা করেছেন যাঁর সমর্থক মুষ্টিমেয় কিছু লোক। বিস্ফোরক ও গাড়িবোমার শক্তিতে তাঁরা নিজেদের ইসলামিক স্টেট দাবি করে, যেখানে মানুষের কোনো অনুমোদন নেই।
ইসলামিক স্টেটের বাইরের মুসলমানদের সমর্থন আদায়ে বাগদাদি ব্যর্থ দাবি করে জাওয়াহিরির বার্তায় বলা হয়, গাজা যখন ইসরায়েলের বোমায় পুড়ছিল তখন ফিলিস্তিস্তিদের সমর্থনে একটি কথাও বলেননি বাগদাদি। সব সংগঠন তাঁর সহযোগিতা চাইলেও কোনো আলোচনা ছাড়াই নিজেকে খলিফা ঘোষণা করেছেন বাগদাদি।
আল-কায়দা ছেড়ে অনেক সদস্যের আইএসে যোগ দেওয়ার জন্যও বাগদাদিকে দায়ী করেন জাওয়াহিরি।
যুক্তরাষ্ট্রের জঙ্গি দমন বিভাগের সাবেক উপদেষ্টা উইলিয়াম ম্যাক্যান্টস বলেন, এটি পরিষ্কার যে ইসলামিক স্টেটের প্রতি বেশ রেগে আছেন জাওয়াহিরি। আইএস যোদ্ধারা তাঁর ও আল-কায়েদা যোদ্ধাদের ওপর আঘাত হানছে।
যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির নিকোলাস পালারিনো বলেন, জাওয়াহিরির গুরুত্ব ম্লান করছেন বাগদাদি। জাওয়াহিরি অস্তিত্বের সংকটে ভুগছেন। তিনি আরো বলেন, বর্তমানে আইএস জঙ্গিদের কাছে জনপ্রিয়। আল-কায়েদা মূলত হামলার পরিকল্পনার সঙ্গেই বেশি যুক্ত থাকত। অপরদিকে বাগদাদির নীতি পুরোপুরি ধ্বংস।