আবার ১১ সেপ্টেম্বর, আবার বিন লাদেন!
ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য দিন ১১ সেপ্টেম্বর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার মধ্য দিয়ে সৃষ্টি হয় বিশ্বের মেরুকরণ এবং মাথাচাড়া দিয়ে ওঠে সন্ত্রাসবাদ। আর শুরু হয় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। ৯/১১ ঘটনার জন্য এককভাবে দায়ী করা হয় সৌদি আরবের নাগরিক ও জঙ্গিসংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে।
গতকাল শুক্রবার ছিল ১১ সেপ্টেম্বর। গতকাল দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদ আল-হারামে ক্রেন ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যু। আহত হন আরো ২৫০ মানুষ। তবে ওই ঘটনার মধ্যে দিয়ে আবার আলোচনায় এসেছে বিন লাদেন। কারণ, মসজিদুল হারামের ওই ক্রেনগুলো যে সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানি বিন লাদেন গ্রুপের। আর প্রতিষ্ঠানটি পরিচালনা করে ওসামা বিন লাদেনের পরিবার।
তবে দুর্ঘটনার জন্য সরাসরি বিন লাদেন গ্রুপকে দায়ী করা যায় না। সৌদি আরব কর্তৃপক্ষের দাবি, ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতের কারণে এ ঘটনা ঘটেছে। তবে অনেক সংবাদমাধ্যমের দাবি, হজের মৌসুমে লাখো মানুষের ভিড় থাকলেও যথেষ্ট নিরাপত্তা নেয়নি সৌদি আরব কর্তৃপক্ষ।
মসজিদ আল-হারামের উন্নয়নকাজ করছে সৌদি আরবের বৃহত্তম কনস্ট্রাকশন গ্রুপ বিন লাদেন গ্রুপ। আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ধনকুবের বাবা মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন এটির প্রতিষ্ঠাতা। সৌদি আরবে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার কাজ করছে বিন লাদেন গ্রুপ, যার মধ্যে আছে, হারামেইন উচ্চগতির রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা, জেদ্দার কিংডম টাওয়ার।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন সূত্রে জানা গেছে, মসজিদ আল-হারামের উন্নয়নের এক হাজার ৪০০ কোটি পাউন্ডের কাজ পেয়েছে বিন লাদেন গ্রুপ। বিশ্বের সবচেয়ে বড় মসজিদটির স্থান বাড়িয়ে ৪৩০ কোটি বর্গফুট করা হবে। এর ফলে ২২ লাখ মানুষ একসঙ্গে মসজিদে স্থান পাবে।