বুলগেরিয়ায় বাস উল্টে ১৫ পর্যটকের প্রাণহানি
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার নিকটবর্তী এলাকায় পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ। ওই ঘটনায় আরো ২৭ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ১২ মাইল উত্তরে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাপ্তাহিক ছুটিতে ওই এলাকার একটি অবকাশযাপনস্থলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। চলার পথে বাসটি উল্টে সড়কের ধার ঘেঁষে ৬৬ ফুট নিচে পড়ে যায়।
আহত পর্যটকদের সোফিয়া হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে দায়িত্বরত চিকিৎসক জানান।
তাৎক্ষণিকভাবে পর্যটকরা কোন দেশের নাগরিক, তা জানা যায়নি।
এদিকে, ওই দুর্ঘটনায় বুলগেরিয়া সরকার আগামীকাল সোমবার দেশটিতে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।