দক্ষিণ সুদানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৭০
দক্ষিণ সুদানে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে ১৭০ জন নিহত হয়েছে। এ সময় আরো অন্তত ৫০ জন আহত হয়।
আফ্রিকার দরিদ্র এ দেশটির রাষ্ট্রপতির মুখপাত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, পশ্চিমাঞ্চলের রাজ্য ইকোয়াটোরিয়ার মারিডিকে এ দুর্ঘটনা ঘটে। তেলের ট্যাঙ্কারটি রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্টে যায়। স্থানীয় জনতা সেখান থেকে তেল সংগ্রহ করতে আসে। এ সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাষ্ট্রপতির মুখপাত্র অ্যাটেনি ওয়েক অ্যাটেনি জানান, ট্যাঙ্কারটি রাজধানী জুবা থেকে মারিডিকে যাচ্ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি রেডক্রস ও জাতিসংঘের সহযোগিতা কামনা করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে ইকোয়াটোরিয়া রাজ্যের তথ্যমন্ত্রী চার্লস কিজানিয়া বলেন, ‘এ দুর্ঘটনায় তিনি উদ্বিগ্ন ও ভীত। কারণ, আমাদের হাতে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী নেই। অধিকতর পুড়ে যাওয়া ব্যক্তিদের আমরা হয়তো রক্ষা করতে পারব না।’
সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। ২০১৩ সালের শেষ দিকে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এরপর বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তিচুক্তিও হয়। কিন্তু তা কার্যকর হয়নি।