মক্কায় হোটেলে আগুনে আহত ২, উদ্ধার ১০০০
সৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লাগার ঘটনায় অন্তত দুই হজযাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় এক হাজারের হজযাত্রীকে হোটেলটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মক্কার আজিজিয়া এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় সময় সকালে ১১তলা হোটেলটির অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। হোটেলটিতে এশিয় হজযাত্রীরা অবস্থান করছিলেন।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কেও কিছু জানাননি তাঁরা।