পাকিস্তানে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, ছয় সন্ত্রাসী নিহত
পাকিস্তানের পেশোয়ার জেলার বাদাবারে বিমানবাহিনীর (পিএএফ) একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে বিমানবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। জবাবে ছয় সন্ত্রাসীকে হত্যা করেছেন বিমানবাহিনীর সদস্যরা।
পাকিস্তানের আন্তবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
urgentPhoto
আইএসপিআরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল অসীম বাজওয়ার বরাত দিয়ে জিও টিভির খবরে জানানো হয়, এরই মধ্যে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চলছে।
সন্ত্রাসীদের গুলিতে আহত দুজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন কুইক রি-অ্যাকশন ফোর্সের (কিউআরএফ) মেজর হাসিব।
এসব বিষয়ে আইএসপিআরের ডিজি বলেন, সন্ত্রাসীদের নিধনে কিউআরএফ, সেনা কমান্ডো, বিমানবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে।
এর আগে বাজওয়া বলেছিলেন, ৭ থেকে ১০ জন সন্ত্রাসী বিমানঘাঁটিতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এর পরপরই কিউআরএফ ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে ফেলে।