ইউএই যুবলীগের দুই নেতার মামলা প্রত্যাহারের দাবি
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। সংগঠনটির নেতারা দাবি করেন, সম্প্রতি চট্টগ্রামের শেরশাহ কলোনিতে দুষ্কৃতকারীর গুলিতে নিহত মেহেদী হত্যাকাণ্ডের সঙ্গে সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক এস এম ইলিয়াসকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে।
শুক্রবার শারজার আল গাজাল হোটেলে এক সংবাদ সম্মেলনে ইউএই শাখা যুবলীগের নেতারা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তাঁরা বলেন, শফিক ও ইলিয়াস কোনোভাবে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। স্বার্থান্বেষী মহলের তৎপরতায় দুই সহোদর ভাইকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউএই যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দুই নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গনি চৌধুরী, ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, রাস আল খাইমা যুবলীগের সভাপতি প্রকৌশলী সুবোধ চৌধুরী, দুবাই যুবলীগের আহ্বায়ক সমর শাহ, শারজাহ যুবলীগের সভাপতি এনামুল হক, আবুধাবি যুবলীগের সভাপতি বশির ভূঁইয়া প্রমুখ।