হজে আইএসের ভয়, মক্কায় বাড়তি নিরাপত্তা
আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হতে যাচ্ছে পবিত্র হজ। হজের সময় এগিয়ে আসায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কাজুড়ে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি জানিয়েছেন, মক্কা ও এর আশপাশের এলাকায় এক লাখ অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে পুলিশ, ট্রাফিক পুলিশ, উদ্ধারকর্মী ও নিরাপত্তা বিশেষজ্ঞ। এ ছাড়া রয়েছে সন্ত্রাস মোকাবিলায় অভিজ্ঞ পুলিশ সদস্যরা। এদের সহায়তার জন্য সবসময় প্রস্তুত থাকবে সেনাবাহিনী।
এ বছর সৌদি আরবে ইসলামিক স্টেট জঙ্গিরা কয়েক দফা হামলা চালানোয় বাড়তি নিরাপত্তা নিয়েছে সৌদি সরকার। এ বিষয়ে মুখপাত্র বলেন, ‘হজের সময় বিভিন্ন হুমকি আসতে পারে এটা বিবেচনায় রেখে আমরা হজের নিরাপত্তায় পূর্ণ মনোনিবেশ করেছি। অনেক আগে থেকেই আমরা সন্ত্রাসবাদের লক্ষ্য ছিলাম আর এখন আমরা জানি যে আমরা একটি জঙ্গিগোষ্ঠীর লক্ষ্যবস্তু।’
বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকার আল তুর্কি আরো বলেন, ‘জঙ্গিরা সৌদি আরবের এক সেন্টিমিটার জায়গারও নিয়ন্ত্রণ নিতে পারবে না।’
এ ছাড়া, গত শুক্রবার ক্রেন দুর্ঘটনায় মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণে ১১১ জনের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।
সারা বিশ্বের প্রায় তিন মিলিয়ন মুসলমান এবছর মক্কায় হজ করবেন বলে ধারণা করা হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় আচার পালনে মক্কা ও মিনা নগরী এবং এর আশপাশের এলাকায় অবস্থান করবেন এই হজযাত্রীরা। হযযাত্রীদের নিরাপত্তা রক্ষায় তাই সবসময় সতর্ক থাকতে হচ্ছে সৌদি কর্তৃপক্ষকে।