মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দুর্নীতির তদন্তে এফবিআই
রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অর্থপাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত অধিদপ্তর (এফবিআই)। চলতি বছরের শুরুতে ওই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল থেকে প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৭০ কোটি ডলার সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠে।
অর্থ আত্মসাতের এই অভিযোগে নাজিব রাজাকের পদত্যাগ দাবি করে গত মাস থেকে আন্দোলন করেছেন দেশটির বিরোধী দলের কর্মীরা।
চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাংকে ৬৭৩ মিলিয়ন মার্কিন ডলার আছে বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলের নেতারা। তবে দেশটির দুর্নীতি দমন কমিশন জানিয়েছিল, বৃহৎ অঙ্কের এই টাকা কোনো উন্নয়নমূলক কাজের জন্য নয় বরং বেশির ভাগই কোনো অনুদানের টাকা।
এই বলে রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাকচ করে দেয় দেশটির দুর্নীতি দমন সংস্থা। মালয়েশিয়ার বিরোধী রাজনৈতিক দলগুলো এরপর অভিযোগ করে, তদন্ত নিরপেক্ষ হয়নি এবং প্রধানমন্ত্রী একে প্রভাবিত করেছেন।
এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা যায়, ২০০৯ সালে দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল (ওয়ান এমবিডি) প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন রাজাক। ওই প্রতিষ্ঠান থেকে নিজের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এই পরিমাণ অর্থ নিজের অ্যাকাউন্টে সরিয়েছেন বলে অভিযোগ করে সংবাদসংস্থাটি।
তবে শুরু থেকেই নাজিব রাজাক দুর্নীতির অভিযোগ অস্বীকার করে একে ‘রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত’ বলে অভিহিত করে আসছেন। এ ব্যাপারে তাঁর সমালোচনা করায় গত মাসে উপপ্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন ও অ্যাটর্নি জেনারেল আবদুল গনি পাতাইলকে অপসারণ করেন রাজাক।