কঙ্গোতে তেলবাহী গাড়ি দুর্ঘটনায় নিহত ৫০
আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। জ্বালানি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছে আরো শতাধিক মানুষ।
কর্তৃপক্ষ জানায়, শনিবার দেশটির রাজধানী কিনসাসা থেকে ১৩০ কিলোমিটার দূরের কিসানতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী ও মাতাদি বন্দরের মাঝামাঝিতে অবস্থিত।
কঙ্গো সেন্ট্রাল প্রদেশের গভর্নর অতৌ মাতাবুয়ানা জানান, দুর্ঘটনার পর খুব দ্রুত আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আগুনে পুড়ে মারা যান বেশিরভাগ মানুষ। হতাহতদের প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
বছরের পর বছর ধরে যুদ্ধের কারণে মধ্য আফ্রিকার এই দেশটির রাস্তাঘাট সংস্কারে কোনো উদ্যোগ না থাকায় হরহামেশাই দুর্ঘটনার খবর পাওয়া যায়।
এর আগে ২০১০ সালে এ ধরনের একটি তেলবাহী ট্যাঙ্কার উল্টে বিস্ফোরণ ঘটলে অন্তত ২৩০ জন নিহত হন। সে সময় বিশ্বকাপ ফুটবল দেখার জন্য লোকজন ঘরবাড়ি ও সিনেমা হলে ভিড় করছিলেন। ট্যাঙ্কারের বিস্ফোরণের পর আগুনের গোলায় তাঁদের অনেকেই নিহত হন।