৩৬ হাজার অবৈধ হজযাত্রী আটক
হজের অনুমতিপত্র ছাড়া পবিত্র মক্কা নগরে প্রবেশের পথে ৩৫ হাজার ৯৯০ জন হজযাত্রীকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।
দেশটির জননিরাপত্তা বিভাগের মুখপাত্র কর্নেল সামী আল শুয়াইরেখ আজ মঙ্গলবার সকালে সৌদি গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, হজের অনুমতিপত্র ছাড়া অবৈধভাবে মক্কায় প্রবেশের পথে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার ৯৯০ হজযাত্রীকে আটক করা হয়েছে। আর গাড়িতে করে অবৈধ হজযাত্রীদের বহনের অভিযোগে এক হাজার ২৯৫ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত শাস্তির আওতায় আনা হবে। সেই সঙ্গে হজযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৫৮টি ভুয়া অফিসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
এ বছর তাসরিহা (অনুমতিপত্র) ছাড়া হজ পালনে গেলে শাস্তি হিসেবে দুই বছরের জেল ও এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং অবৈধ যাত্রীসহ কোনো বাহন ধরা পড়লে বাহন সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৫ দিনের জেল ও ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে।