সৌদি আরবেও পশুর হাট জমজমাট
কোরবানির ঈদ সামনে রেখে দেশের মতো সৌদি আরবেও জমজমাট হয়ে উঠেছে পশুর হাট। হজের এ মৌসুমে মুসল্লি ছাড়াও সৌদি আরবের অধিবাসীরা নিজেদের সাধ্যের ভেতরে পছন্দের পশু বেছে নিচ্ছেন।
তবে মার্স ভাইরাস প্রতিরোধে চলতি বছরের হজ মৌসুমে উট কোরবানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের সরকার।
সৌদি আরবের হাটগুলোতে পাঁচশ রিয়াল থেকে শুরু করে তিন হাজার রিয়ালের (১৪০০ থেকে ৮৫০০ টাকা) মধ্যে ছাগল পাওয়া যাবে। আর গরু পাওয়া যাবে তিন হাজার রিয়াল (আট হাজার ৫০০ টাকা) থেকে শুরু করে ১২ হাজার রিয়াল বা ৩৩ হাজার ৫০০ টাকার মধ্যে।
বাজারগুলোতে নেই কোনো মাইকিং বা হুল্লোড়; নেই কোনো পোস্টার। শুধু দেখে পছন্দের পশু কেনা।
মদিনার ব্যবসায়ী সালাউদ্দিন সোহেল এনটিভি অনলাইনকে বলেন, ‘দেশে পরিবারের সঙ্গে কোরবানি করতে না পারলেও প্রবাসে সবার সঙ্গে কোরবানি করার আনন্দ অন্য রকম। এ বছর উট কোরবানিতে নিষেধাজ্ঞা থাকায় গরু কোরবানি করব। হাটগুলোতে আরবদের পাশাপাশি কেনাকাটার জন্য বাংলাদেশিরাও পিছিয়ে নেই।’
সোহেল জানান, মদিনার আল হারাম প্লাজার পাশে গরু-ছাগলের বিশাল বাজার। শুধু দেখে পছন্দমতো কিনতে হয়। তিনি আরো জানান, এখানে হাটগুলোতে দালাল নেই এবং মোটাতাজা করার জন্য কোনো কিছু খাওয়ানো হয় না। এসব বিষয়ে সৌদি আরবের আইন খুব কড়া।