হোটেলের বিছানায় কেন ভালো ঘুম হয়?
কর্মব্যস্ত জীবন থেকে কয়েকদিনের ছুটি নিয়ে দেশে কিংবা দেশের বাইরে গিয়ে অনেকেই হোটেলে ওঠেন। হোটেলের বিছানায় দীর্ঘ রাত ঘুমানোর পর জেগে উঠে হোটেলের চপ্পল, গাউন, নরম তুলতুলে কার্পেট সবকিছুই খুব ভালো লাগে। বেশির ভাগ সময়ই দেখা যায়, বাড়ির চেয়ে হোটেলের বিছানায় ভালো ঘুম হয়। কিন্তু কেন?
দ্য হাফিংটন পোস্টের কয়েকজন সম্পাদক হোটেলের বিছানা সম্পর্কে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এ নিয়ে গবেষণাও হয়েছে। তাতে দেখা গেছে, প্রায় সব ভালো হোটেলের মধ্যে অন্তত একটি বিষয়ে মিল আছে। সেটি হলো সাদা বিছানা।
আমরা সম্ভবত এটি কখনোই ভাবিনি। কিন্তু একটি আদর্শ হোটেলের বিছানার কথা কল্পনা করতে পারেন যা সাদা নয়? আমরা এখনো আমাদের শোবার ঘরের জন্য রঙিন কাঁথা বা লেপ এবং ব্যতিক্রমী ছাপার চাদর খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু সাদা হচ্ছে বিলাসিতার প্রতীক এবং এ ব্যাপারে বাজি ধরা যেতে পারে যে সাদা বিছানায় আপনি নিজেকে আরো বিলাসী ভাবতে পারবেন এবং আরো বিলাসীভাবে ঘুমাতে পারবেন।
ওয়েস্টিন ও শেরাটন হোটেলের নকশা বিভাগের কর্মকর্তা এরি হোভার বলেন, ‘দৃশ্যত, সাদা বিছানার ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ। একটি সাদা বিছানার অর্থ হলো বিলাসিতা এবং একটি ভালো ঘুমের রাত।’
৯০-এর দশকে সাদা বিছানার প্রবর্তন করে ওয়েস্টিন ‘হেভেনলি বেড’ নামে খ্যাত হয়েছে। হোভার বলেন, ‘প্রথম দিকে হোটেলের বিছানায় সাদা চাদর বিছানোর ধারণাটি অজনপ্রিয় হয়। সহজে পরিস্কার করা যাবে এ কারণে হোটেলগুলোতে রঙিন চাদর ব্যবহার করা হতো। কিন্তু পরীক্ষা চালিয়ে যে ফলাফল পাওয়া গেলো তাতে ওয়েস্টিনের ডিজাইনাররা নিশ্চিত হলেন হোটেল ব্যবসাকে চাঙ্গা করার জন্য বিছানার সবকিছু হতে হবে সাদা।
হোভার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘সাদা বিছানা আলোর বলয় সৃষ্টি করেছিল। যার মাধ্যমে মনে হয়েছিল হোটেল কক্ষ সংস্কার করা হয়েছে। যদিও পরিবর্তিত এই পরিবেশ শুধু একটি বিছানা ছিল না। এটি ব্যাপক প্রভাব ফেলেছিল’।
ওয়েস্টিনের পর মিরাভ্যাল, হিলটন, পার্ক হায়াতের মতো হোটেলগুলোর কক্ষে শৌখিন আসবাবপত্রের সঙ্গে সাদা বিছানাও স্থান পায়।