ইয়েমেনে ঈদের নামাজে বোমা হামলা
ইয়েমেনে পবিত্র ঈদুল আজহার দিন মসজিদে বোমা হামলা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের পরিচালিত একটি মসজিদে ঈদের নামাজ চলাকালে এই আত্মঘাতী হামলা চালানো হয়। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে খবর পাওয়া গেছে।
ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আজ সানার আল-বালিলি মসজিদে এ বোমা হামলা চালানো হয়।
ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাবু মানসুর হাদি বেশ কিছুদিন সৌদি আরবের নির্বাসনে থাকার পর দুদিন আগে দেশের দক্ষিণাঞ্চলের এদেন শহরে ফেরেন। তিনি দেশে ফেরার দুদিনের মাথায় এ ঘটনা ঘটল। গত মার্চে হুতি বিদ্রোহীদের কারণে পালিয়ে যেতে হয়েছিল তাঁকে।
শিয়া মুসলমানদের বিদ্রোহী গোষ্ঠী হুতি এখন পর্যন্ত ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। আল-বালিলি মসজিদটি সানার পুলিশ একাডেমির খুব কাছেই অবস্থিত। এ মসজিদে চালানো আজ সকালের এ হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।