সিরিয়ায় নিখোঁজ জাপানি সাংবাদিক তিন বছর পর মুক্ত
তিন বছর আগে সিরিয়ায় নিখোঁজ হওয়া জাপানি সাংবাদিক জুম্পেই ইয়াশুদার সন্ধান পাওয়া গেছে। তিনি একটি উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠীর হাতে আটক ছিলেন। তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
এ খবরে আনন্দ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ইয়াশুদার মুক্তিতে মধ্যস্থতা ও সহায়তা করার জন্য তিনি তুরস্ক ও কাতার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক বিমানবন্দরে ইয়াশুদাকে নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংবাদ সংস্থা আইএইচএ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাপানি ও তুর্কি কর্মকর্তারা।
ফ্রিল্যান্স সাংবাদিক জুম্পেই ইয়াশুদা তিন বছর আগে সিরিয়া যুদ্ধের সময় সেখানে কাজ করতে যান। একপর্যায়ে তিনি পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান।
পরে জানা যায়, জুম্পেই ইয়াশুদাকে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার আঞ্চলিক সংগঠন নুসরা ফ্রন্টের সদস্যরা অপহরণ করে। তুরস্কের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধারে কাজ করেছে।