‘যোদ্ধা’ নবজাতক
‘শিশুটি একটি তোয়ালে দিয়ে মোড়ানো ছিল। একটি নাইলনের দড়ি দিয়ে তোয়ালেটা বাঁধা ছিল শিশুর শরীরে। ছোট্ট মুখটা, নাকটা খোলা ছিল। ভেবেছিলাম শিশুটি মৃত। কোলে নিতেই নড়েচড়ে উঠল ছোট্ট শরীরটা। তপ্ত সূর্যের আলো ওর মুখের পড়তেই দেখলাম চোখটা একটু খুলে পিটপিট করে তাকিয়ে আছে।’
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শহর শারজাহে আল-মাজাজ এলাকার সাফির মার্কেটে গাড়ি রাখার জায়গা দেখার দায়িত্বে থাকা কর্মচারী সুভাষ (৩৫) এ কথা বলেন। মার্কেটের গাড়ি রাখার জায়গায় তোয়ালে মোড়ানো এক নবজাতককে পেয়েছেন তিনি।
দুবাই এক্সপ্রেস গতকাল বুধবার এ সংবাদ প্রকাশ করে জানিয়েছে, নবজাতক একটি কন্যাশিশু। শারজাহের তীব্র গরমেও শিশুটি সুস্থ আছে।
সুভাষ বলেন, ‘দড়ি আর তোয়ালে খোলার পরই শিশুটি নড়েচড়ে ওঠে। তোয়ালেটা সরানোর পরই ওর মুখে রোদ লাগে। তারপরই পিটপিট করে তাকিয়ে থাকে আমার দিকে। এ মুহূর্তটা আমি কখনো ভুলব না। এরপর আর দেরি না করে ঠান্ডা ঘরে (শীতাতপ নিয়ন্ত্রিত) নিয়ে যাই এবং আমার ব্যবস্থাপককে খবর দিই।’