হয়রানির খবর করতে গিয়ে নিজেই শিকার
যৌন হয়রানির খবর সংগ্রহ করতে গিয়ে নিজেই হয়রানির শিকার হলেন বিবিসি টেলিভিশনের এক সাংবাদিক। ইংল্যান্ডের নটিংহাম শহরে গত বৃহস্পতিবার রাস্তায় নিগ্রহের ঘটনার ওপর একটি সম্মেলনের বাইরে ভিডিও ধারণের সময় তাঁকে উদ্দেশ করে এক ব্যক্তি যৌন ইঙ্গিতমূলক মন্তব্য করেন।
আঞ্চলিক টেলিভিশন অনুষ্ঠান ইস্ট মিডল্যান্ডস টুডের উপস্থাপিকা সারাহ টিয়ল জানান, ওই ব্যক্তির মন্তব্যে তিনি অত্যন্ত আঘাত পেয়েছেন।
ইস্ট মিডল্যান্ডস টুডের জন্য ধারণকৃত ওই ভিডিও ক্লিপে দেখা যায়, রাস্তার পাশে বসে সারাহ রাস্তায় হয়রানির শিকার সম্পর্কে বলছিলেন, ‘একটি অনলাইন গবেষণায় দেখানো হয়েছে, ৯৫ শতাংশ নারী বলেছে, রাস্তায় তারা হয়রানি, ঠাট্টা বা অশ্লীল মন্তব্যের শিকার হয়েছেন এবং একটি বড় অংশ বলেছে, তাদের শরীরেও হাত দেওয়ার ঘটনা ঘটেছে।’ এ সময় তাঁকে লক্ষ করে এক ব্যক্তি অশ্লীল মন্তব্য করেন। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দিকে আঙুল তুলে বলেন, ‘হ্যাঁ, ওইটার মতো।’
এ ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন ধরনের মন্তব্য করে বিভিন্নজন পোস্ট দিয়েছেন। হেলেন ব্রিগস লিখেছেন, ‘লজ্জাজনক।’ কেউ কেউ বলেন, ‘ওই ব্যক্তির মন্তব্য ইন্টারনেট উন্মাদনার একটি অংশ মাত্র।’ স্যান্ডি অসট্রিচ বলেন, ‘আমার ধারণা, এটি পরিকল্পিত।’
সারাহ টিয়ল বলেন, ‘এটি ভালো হয়েছে যে মানুষ এখন এই বিষয় নিয়ে কথা বলছে। কিন্তু এই ভিডিও পরিকল্পিত বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণভাবে বাজে কথা। আমার প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট যে এটি পরিকল্পিত ছিল না।’